নিজস্ব সংবাদদাতা,পশ্চিম বর্ধমান : কালীপুজো, দীপাবলির রেশ না কাটতেই পশ্চিম বর্ধমানের দুই শিল্পাঞ্চল মেতে উঠেছে ছটপুজোর আনন্দে। ছটপুজো আসলে একটা ব্রত। হিন্দু উৎসব হলেও মূলত হিন্দিভাষীদের বড় উৎসব হল ছট ব্রত। দুর্গাপুজোর মতো তিথি মেনে হয় পুজোপাঠ। চতুর্থী থেকে সপ্তমী পর্যন্ত নিয়ম মেনে চলে এই ব্রত। আর এই ছটপূজো উপলক্ষে আজ পান্ডবেশ্বর এলাকায় খোট্টাডিহিতে বিজেপির মহিলা মোর্চার নেত্রী সোনালি গিরির নেতৃত্বে নির্দিষ্ট সামাজিক দূরত্ব মেনে মাস্ক পরে আজ নারকেল, ধূপ ও সিন্দুর বিতরণ করা হয়। উপস্থিত ছিলেন সোনালি গিরি, অজয় কুমার মাহাতো, শ্রীকান্ত সাউ, অমিত পান্ডে, চিরঞ্জিত বাউড়ি, দিলিপ, রঞ্জিত ও অজয়।