স্নিগ্ধা পাত্র : অনেক ই তো দূরত্ব দেখি ! বলা যায় সেই ছোটবেলা থেকেই ৷ রাজনীতির মাঠে দলবদল , রদবদল , পালাবদল অতি সাধারন ঘটনা ৷ কিন্তু সেই সূত্রে কেন্দ্র সরকার রাজ্য সরকারকে সাহায্যের হাত বাড়াবেন না সেটা বাংলার অতি সাধারন মানুষ হয়ে আমি মানতে নারাজ ৷ রাজনীতির খেলার মাঠে হেরে যাওয়ার সাথে সরকারের কি সম্পর্ক ? মানুষ যদি কোনো একটি রাজনৈতিক দলকে ক্ষমতায় দেখতে না চায় তার দ্বায়ভার কখনও রাজ্যের উপর বর্তায় না ৷ রাষ্ট্র হবে বাই দ্যা পিপল, ফর দ্যা পিপল ৷ এত কথা বলছি , কারনটা এখনও ব্যাক্ষা করা হয়নি ৷
এইতো সেদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় অভিযোগ তুলেই বলেছেন , রাজ্যকে কেন্দ্র কোনও টাকা দিচ্ছে না ৷ এমনকি জিএসটি, ক্ষতিপূরণের বকেয়া পাওনাটাও দেয়নি ৷ এই মহামারি পরিস্থিতিতে বিগত তিন চার মাস ধরে রাজ্যকে টাকা দেওয়া হচ্ছে না। আরো বেশ কয়েকটি রাজ্যকেও টাকা দিচ্ছেনা কেন্দ্র ৷ মুখ্যমন্ত্রীর কথায়
বিপর্যয়ের কথা বলে তোলা টাকার ভাগও কোনো রাজ্যকে দিচ্ছেনা কেন্দ্র ৷ অনেকদিন ধরেই রাজ্যগুলির সঙ্গে আলোচনা ছাড়া কেন্দ্র সিদ্ধান্ত নিয়ে রাজ্যকে জানিয়ে দিচ্ছে ৷
মুখ্যমন্ত্রীর অভিযোগ যদি সত্যি হয় তবে এটাই প্রমানিত হয় যে, রাজ্যের সাথে কেন্দ্রের একধরনের মানসিক দূরত্ব তৈরী হয়েছে ৷ সেটা যদিও ভোটের আগে থেকেই হয়েছিলো কিন্তু পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বিজেপির ভরাডুবির পর থেকে মনে হয় সেই অবস্থা বেশ বড় রূপ নিয়েছে ৷ তবে বাংলার মানুষ হিসেবে সরকারের কাছ থেকে এই দূরত্ব আমাদের কাম্য নয় ৷ যে রাজনৈতিক দলই সরকার গঠন করুক না কেনো তাদের কাছে জনভাবনাই মূখ্য বিষয় হবে ৷ প্রথমত , সরকার হবে জনগনের ৷ দ্বীতিয়ত, সরকারকে হতে হবে জনসম্পৃক্ত ৷ রাজনৈতিক দল সরকার গঠন করবে, কিন্তু সরকারকে সকল দল মতের উর্ধে থেকে কাজ করতে হবে জনগনের জন্যে ৷
ভারতবর্ষে বহু নিদর্শন রয়েছে যে, জনসম্পৃক্ততার কারনে একটি রাজনৈতিক দল শূন্য থেকে শিখরে পৌছে গিয়েছে ৷ তার প্রকৃষ্ট উদাহরনই বিজেপি ৷ আবার সেই রাজনৈতিক দলই ভূল সিদ্ধান্তের কারনে পশ্চিমবঙ্গে ভরাডুবি হয়েছে সেটিও প্রমানিত ৷ অপরদিকে ক্ষমতাসীন দলের অতিউৎসাহী কিছু কর্মী বিজয়ের উল্লাসে ভিন্ন দল মতের মানুষের ঘরবাড়িতে হামলা চালিয়ে যে উল্লাস করছে তা প্রশ্নবিদ্ধ করছে সামগ্রিক দলকে ৷ এগুলি কঠোর হাতে দমন করতে হবে ৷ তা না হলে একদিন হয়তো জনসম্পৃক্ত থেকে তাদের জনবিচ্ছিন্ন হয়ে পড়তে হতে পারে ৷
পরিশেষে, আমরা পারস্পরিক সহযোগীতার সরকার চাই ৷ কেন্দ্র সরকার রাজ্য সরকারকে সংবিধান অনুযায়ী সকল সুবিধাই দিতে হবে ৷ সংবিধান অনুযায়ী কেন্দ্র সরকার যা যা পায় তার হিসেব দিতে হবে ৷ এই দুই তরফের পারস্পরিক শ্রদ্ধাবোধ , ভ্রাতৃত্ববোধ, সহমর্মিতা চির জাগরুক হোক এই প্রত্যাশা করি ৷ আমরা বাংলাকে রাজনৈতিক মতবিভেদের বাংলা নয়, কোন রাজনৈতিক দলের বাংলা নয়, আমরা সম্মিলিত উন্নয়নের বাংলা দেখতে চাই ৷