ডেস্ক রিপোর্ট : এই বছর জুন মাসের শুরুর দিকে আচমকাই বৃষ্টি সঙ্গে প্রবল ঝড়ে পশ্চিম মেদিনীপুরের খড়গপুরের বেশ কয়েকটি এলাকা লণ্ডভণ্ড হয়ে যায়। ওই ঝড়ের তাণ্ডবে এক দম্পতি জখম হয়েছিলেন বলে জানা গিয়েছিল। এবার সেই পুরনো স্মৃতি ফিরল।
কয়েক মিনিটের ঝড়ে লন্ডভন্ড হল ডিহিমণ্ডল ঘাট এলাকা।রূপনারায়ণ নদীতে দুটি মাছ ধরার নৌকা ডুবে যায়। যদিও এর জেরে নৌকায় থাকা মৎস্যজীবীদের কারও কোনও ক্ষতি হয়নি বলেই জানা গিয়েছে। রবিবার বিকেলে শ্যামপুর থানার ডিহিমণ্ডল ঘাট এলাকায় এই ঘটনাটি ঘটেছে।
জানা গিয়েছে, রবিবার বিকেলে আচমকাই কয়েক মিনিটের ঝড় হয়। আর ঠিক সেই সময় ডিহিমণ্ডল ঘাট এলাকার রূপনারায়ণ নদীতে ৮ জন মৎস্যজীবী মাছ ধরতে যাচ্ছিলেন। তখনই আচমকা ঝড় বয়ে যায় নদীর উপর দিয়ে।
নদীতে দুটো নৌকা উল্টে যায় সেই সময় ঝড়ের দাপটে। তার জেরে জলে পড়ে যান মৎস্যজীবীরা। যদিও তাঁদের কোনও ক্ষতি হয়নি বলেই জানা গিয়েছে। এরপর কোনওরকমে সাঁতরে নদীর পাড়ে ওঠেন তাঁরা।