মহেশ্বর দে, আসানসোল : অমরনাথ চ্যাটার্জী সোমবার আসানসোল পৌর কর্পোরেশন বোর্ডের প্রশাসকের দায়িত্ব গ্রহণ করলেন।
অমরনাথ চ্যাটার্জী প্রশাসকের দায়িত্ব পাওয়ায় তৃনমুল কর্মীদের মধ্যে উল্লাস দেখা গেল, তৃণমূলের কর্মীরা শহরে এক বিশাল শোভাযাত্রার আয়োজন করেন এই মিছিলটি সিটি বাসস্ট্যান্ড থেকে আসানসোল পৌর কর্পোরেশন আসে এতে বিপুল সংখ্যক তৃনমুল সমর্থক উপস্থিত ছিলেন, আতশবাজিও করা হয়।
বোর্ড সদস্য অভিজিৎ ঘটক, প্রাক্তন কাউন্সিলর শিখা ঘটক, আল্পনা ব্যানার্জি, গুরুদাস চ্যাটার্জী, টিএমসি নেতা উৎপল সিনহা,গোবিন্দ শর্মা।