সন্ন্যাসী কাউরী, নিজস্ব সংবাদদাতা: তৃণমূল কংগ্রেস রাজনৈতিক দলের প্রতিষ্ঠা দিবসে প্রতিবন্ধী ও অসহায় ছাত্রছাত্রীদের হাতে শিক্ষা সামগ্রী তুলে দিলেন নেতা কর্মীরা।
শুক্রবার পশ্চিম মেদিনীপুরের ডেবরা ব্লকের সত্যপুরে বিভিন্ন সেবামূলক কর্মসূচির আয়োজন করেন তৃণমূল কংগ্রেস নেতৃত্ব রা। এদিন সত্যপুর অঞ্চলের স্বেচ্ছাসেবী সংগঠন আশার আলো প্রতিবন্ধী সমিতির ১২০ জন শিশুর হাতে এই শিক্ষা সামগ্রী তুলে দেওয়া হয়। শিক্ষা সামগ্রী বিতরণের পাশাপাশি এদিন কয়েকশো অসহায় মানুষের মুখে অন্ন তুলে দেন নেতৃত্বরা।
এদিনের কর্মসূচীতে উপস্থিত ছিলেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের জেলা সাধারণ সম্পাদক বিবেকানন্দ মুখার্জি, শীতেশ ধাড়া, আশার আলো প্রতিবন্ধী সমিতির সম্পাদক অমিত পাল সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে শিক্ষা সামগ্রী পেয়ে স্বভাবতই খুশি প্রতিবন্ধী খুদে পড়ুয়া থেকে অসহায় মানুষেরা।