রামকৃষ্ণ চ্যাটার্জী ও কৌশিক মুখার্জী, আসানসোল:-সিপিএমের যুব সংগঠনের ডাকে গতকাল নবান্ন চলো অভিযানে পুলিশ দ্বারা বাধা দেওয়া ও যুব সমাজের উপর লাঠিচার্জ করার বিরুদ্ধে সিপিএমের তরফে ১২ঘন্টা বন্ধের ডাক দেওয়া হয়েছে।কিন্তু পশ্চিমবর্ধমান জেলায় বিভিন্ন অঞ্চলে বন্ধের প্রভাব মিশ্র দেখতে পাওয়া যায়। মিনিবাস,বাস,ট্রাক,মোটর সাইকেল চলাচল প্রতি দিনের তুলনায় কম থাকলেও দোকান পাট,সবজি বাজার,বেসরকারি কল কারখানা,কয়লা খনি রয়েছে খোলা। এদিন সকাল থেকে সিপিএমের প্রতিটি সংগঠনের তরফে মোড়ে মোড়ে পথসভা করে সাধারণ মানুষদের এই বন্ধকে সফল করতে বলা হয়।
তাছাড়া কুলটি মোড়ের মাথায় প্রায় কুড়ি মিনিট রাস্তা অবরোধ করা হয় বাম কংগ্রেস জোটের তরফে। এই প্রসঙ্গে সিপিএমের মহিলা নেত্রী শিপ্রা মুখার্জী জানান যে ভাবে কেন্দ্র ও রাজ্য সরকার একত্রিত ভাবে অত্যাচার করে চলেছে তা আর সহ্য করা যাবে না বেকার যুবক যুবতীদের কাজের দাবিতে নবান্ন চলো অভিযানে যে ভাবে পুলিশের দ্বারা লাঠিচার্জ করে তাদের আটকানো হলো তা নিন্দার বিষয় তারই পরিপ্রেক্ষিতে আজ ১২ঘন্টা বন্ধের ডাক দেওয়া হয়েছে,আর তা সফল হয়েছে।