গোপাল বিশ্বাস -ঃ-নদীয়াঃ- মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরনায় ও তার আদর্শে উজ্জীবীত হয়ে, রাজ্য সরকারের সকল প্রকল্প ও পৌরসভার নাগরিকদের সুষ্ঠ ও সঠিক পরিসেবা দেবার লক্ষ্য নিয়ে বাংলা সহায়তা কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন হলো মঙ্গলবার নবদ্বীপে।
এই প্রকল্পের উদ্বোধন করেন স্থানীয় বিধায়ক পুন্ডরীকাক্ষ সাহা। এছাড়াও উপস্থিত ছিলেন নবদ্বীপ পৌরসভার পৌর প্রশাসক বিমান কৃষ্ণ সাহা সহ একাধিক জনপ্রতিনিধি এবং আধিকারিক গন।
বাংলা সহায়তা কেন্দ্র অর্থাৎ এক জানালায় পরিষেবা তৃণমূল স্তরে পৌঁছে দেওয়ার জন্য এই বাংলা সহায়তা কেন্দ্রটি তৈরি হলো।
রাজ্যের বিভিন্ন পৌরসভায় এবং পৌরনিগম এলাকায় এই বাংলা সহায়তা কেন্দ্র দ্রুত তৈরির নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই নির্দেশ পেয়ে নবদ্বীপ পৌরসভা চালু করল বাংলা সহায়তা কেন্দ্র।
অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্টব্যক্তি গন বক্তব্য রাখতে গিয়ে বলেন সকল জনসাধারণ তথা নবদ্বীপ বাসীকে এক জায়গায় সকল পরিসেবা প্রদান করা হবে এখান থেকে।এক কথায় “সিঙ্গেল উইনডো” পরিসেবা।
যাতে সাধারণ মানুষের সরকারি কোন কাজে কোনরকম অসুবিধার সম্মুখীন হতে না হয়।
সব মিলিয়ে বিধান সভা ভোটের আগে জনগনকে দেওয়া প্রতিশ্রুতি যে কেবল শুধুই প্রতিশ্রুতি ছিলনা এ দিনের বাংলা সহায়তা কেন্দ্রের উদ্বোধনে তা আরও একবার প্রমানিত হল। এক জানালা পরিষেবায় যাতে সমস্ত স্তরের মানুষ রাজ্য সরকারের সরকারি প্রকল্প সহ একাধিক পরিষেবা পেতে পারেন তার জন্য এই সহয়তা কেন্দ্রটি চালু হলো। খুশি শহরবাসী।