স্পোর্টস ডেস্ক: অলিম্পিক্সে রুপোজয়ী রবি কুমার দাহিয়া কে ৪ কোটি টাকা, চাকরি, কম দামে জমি দেবে হরিয়ানা সরকার। টোকিয়ো অলিম্পিক্সে হরিয়ানা থেকে যে সব প্রতিযোগী পদক জিতছেন, তাঁদের প্রচুর পুরস্কার দিচ্ছে এই রাজ্যের সরকার। রবি কুমার দাহিয়া অলিম্পিক্সে ৫৭ কেজি ফ্রিস্টাইলে রুপো জিতেছেন।
পদক জিততে না জিততেই হরিয়ানা সরকার ৪ কোটি টাকা দিচ্ছে তাদের এই কুস্তিগিরকে। সঙ্গে সরকারি চাকরি এবং অনেক কম টাকায় জমি। এ ছাড়া রবির গ্রাম নাহারিতে কুস্তির জন্য একটি ইন্ডোর স্টেডিয়াম তৈরি করা হবে। সেখানে যাবতীয় আধুনিক সুযোগ সুবিধে থাকবে।
হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টর এই কথা জানিয়েছেন। টুইট করে রবিকে অভিনন্দন জানিয়ে খট্টর লিখেছেন, ‘আমাদের ঘরের ছেলে রবি দাহিয়া শুধু হরিয়ানার নয়, সারা ভারতের হৃদয় জিতে নিয়েছে। রুপো জেতার জন্য ওকে অনেক অভিনন্দন ও শুভেচ্ছা।’
হরিয়ানা সরকার ব্রোঞ্জ পদকজয়ী ভারতের হকি দলে হরিয়ানা থেকে যাঁরা রয়েছেন, তাঁদের জন্যও আড়াই কোটি টাকা, সরকারি চাকরি এবং কম দামে জমি দেওয়ার কথা ঘোষণা করেছে ।