মেহবুব মাসুম, মুর্শিদাবাদ: গাছের তলায় লিচু পড়েছিলো ৷ সেই লিচু কুড়াতে বাগানে ঢুকেছিলেন হক (২২) নামের এক যুবক ৷ তাকে হাতেনাতে ধরে ফেলে বাগান মালিক ৷ এরপর ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে খুন করে ৷
অমানবিক এই ঘটনাটি ঘটেছে মুর্শিদাবদের সাগরদিঘীর গাদী ফুলবাড়ী এলাকায় ৷
স্থানীয় সূত্রে জানাগিয়েছে, বাগানের মালিক মদ্যপান করছিলো ৷ হক নামের ওই যুবক বাগানে ঢুকে জ্বালানী কাঠ এবং গাছের নিচে পড়ে থাকা লিচু কুড়াতে গেলে জনৈক বাগানের মালিক তাকে ধারালে অস্ত্র নিয়ে আক্রমন করে ৷ নির্দয়ভাবে তাকে কুপিয়ে পালিয়ে যায় ৷
এরপরই এলাকাবাসী ক্ষিপ্ত হয়ে অভিযুক্তর বাড়ি ভাংচুর করে । খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরন করে৷ পুলিশ উত্তেজিত লোকজনের সাথে কথা বলে তাদের নিয়ন্ত্রণে আনে ৷ এ রিপোর্ট লেখা পর্যন্ত লিচু বাগান মালিক কে গ্রেফতার করতে পারেনি পুলিশ।