পোশাকের উপর দিয়ে নাবালিকার স্তন স্পর্শ যৌন নিগ্রহ নয় : বম্বে হাইকোর্ট
মুম্বই: পোশাকের উপর দিয়ে নাবালিকার স্তন স্পর্শ করলে সেটি যৌন নিগ্রহ হিসেবে বিবেচিত হবেনা বলে রায় দিল আদালত ৷ এমনই রায় দিয়েছেন খোদ একজন মহিলা বিচারপতি ৷ বম্বে হাইকোর্টের ওই বিচারপতি পকসো আইনের আওতায় এমনই রায় দিলেন ৷
সম্প্রতি এক কিশোরীকে যৌন হেনস্থা করার অভিযোগে ৩৯ বছর বয়সি অভিযুক্তকে ৩ বছরের সাজা দেয় সেশনস কোর্ট। সেই রায়ের পরিপ্রেক্ষিতে এদিন শুনানি করেন পুষ্পা গানেদিওয়াল।
ওই মামলায় রায় ঘোষনায় তিনি জানান, যৌন নিগ্রহের ক্ষেত্রে ত্বকের সাথে ত্বকের সংস্পর্শ হওয়া বাধ্যতামূলক ৷ যৌনতামূলক আচরণে ত্বকের সঙ্গে ত্বকের সংস্পর্শ না হলে, তা যৌন নিগ্রহ হিসেবে প্রমাণিত হবেনা ৷ ওই তিনি রায়ে স্পষ্ট করে জানান, কারো পোশাক না খুলে স্তনে হাত দেওয়া হলেও সেটি যৌন নিগ্রহের আওতায় পড়বে না। পকসোর-র ৭ নম্বর ধারা অনুযায়ী এই রায় দেওয়া হয়েছে।
জানা গিয়েছে , ওই মামলার অভিযুক্ত ২০১৬ সালে ১২ বছর বয়সী নাবালিকাকে খাবারের লোভ দেখিয়ে তার স্তনে হাত দেয় । পরে নির্যাতিতার পরিবার ওই ব্যাক্তির নামে পুলিশে অভিযোগ করে ৷ সেই অভিযোগের সূত্রে ওই ব্যাক্তিকে আটক করে কোর্টে সোপর্দ করে পুলিশ ৷ সে সময় সেশন কোর্ট এই অপরাধে তাকে ৩ বছরের সাজা শোনায় । সেই মামলায় বম্বে হাইকোর্টে আপিল করে আসামীপক্ষ ৷
শনিবার দিন এই মামলার শুনানি অনুষ্ঠিত হয় ৷ বিচারক পুষ্পা গানেদিওয়ালা যাচাই বাছাই করে জানান, যেহুতু পোশাক না খুলে অভিযুক্ত নবালিকার স্তনে হাত দিয়েছিল, তাই পকসো আইনের আওতায় তা যৌন নিগ্রহ বলা যাবে না। তবে, ৩৫৪ (শ্লীলতাহানি) ধারায় ব্যক্তিকে দোষী সাব্যস্ত করা হয়েছে। এই ধারায় ন্যুনতম সাজা ১ বছরের কারাবাস, পকসো ধারায় যৌন নিগ্রহের ন্যুনতম সাজা ৩ বছরের কারাবাস ৷
।