শান্তনু রায়, বেলদা: পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি সহ নানা দাবীতে বাইক মিছিল সংগঠিত করলো তৃণমূল কংগ্রেস। শনিবার পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড় ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে সুবিশাল প্রতিবাদ বাইক মিছিল সংগঠিত হয়। এদিন খাকুড়দার কাছে জকুয়ার মাঠ থেকে শুরু হয়ে বেলদা শহর হয়ে সারা নারায়ণগড় ব্লক জুড়ে চললো এই প্রতিবাদ বাইক মিছিল।
মিছিলের পুরোভাগে ছিলেন জেলা সহ সভাপতি সূর্যকান্ত অট্ট, জেলা যুব সভাপতি প্রসেঞ্জিত চক্রবর্তী, বিধায়ক প্রদ্যোৎ ঘোষ সহ অন্যান্য তৃণমূল নেতৃত্ব। এদিন প্রায় চার হাজার কর্মী সমর্থকের এই বাইক মিছিল থেকে উঠলো “খেলা হবে” স্লোগান।