গোপাল বিশ্বাস, নদীয়া: ভোট আসে ভোট যায়, রাজনৈতিক হিংসা যেন গোটা রাজ্য জুড়ে পিছু ছাড়তেই চাইছেনা। প্রতিদিন ঘুম ভাঙছে রাজ্যের একাধিক জায়গা থেকে ভোট পরবর্তী রাজনৈতিক হিংসার খবর শুনে।
কোথাও অভিযোগ রাজ্যের শাসক তথা তৃণমূলের দিকে আবার কোথাও বিজেপির বিরুদ্ধে উঠছে অভিযোগ।এবার নদীয়ার নবদ্বীপ শহরে ভোট পরবর্তী রাজনৈতিক হিংসার ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়াল এলাকায়।
গতকাল রাতে নবদ্বীপ শহরের বিজেপি যুবমোর্চার এক কর্মিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও মারধর করল কিছু অজ্ঞাত পরিচয় দুস্কৃতি ৷
আহত যুবকের নাম অক্ষয় বিশ্বাস, তিনি বিজেপির যুব মোর্চার কার্যকর্তা হিসেবে এলাকায় পরিচিত।
বর্তমানে তিনি নবদ্বীপ রাজ্য সাধারন হাসপালে চিকিৎসারত অাছেন ।
এই ঘটনার তীব্র নিন্দা করে নবদ্বীপ বিজেপির উত্তর মন্ডলের যুবমোর্চার সভাপতি তন্ময় কুন্ডু জানান,
গতকাল সকালে অক্ষয় বিশ্বাস,ও তার বাবার কাছে
নবদ্বীপ শহরের ২৩ নং ওয়ার্ডের তৃনমুল কংগ্রেসের কর্মি শনু সেখ, নাসের হুমকি দেয় ৷
গতকাল রাতেই অক্ষয় শহরের ৭নং ওয়ার্ড, রানীর চড়া দিয়ে বাইক নিয়ে একাই আসছিল, হঠাৎ করেই বেশ কয়েকজন অজ্ঞাত পরিচয় দুস্কৃতি অতর্কিত ভাবে হামলা করে, ও ধারালো কিছু দিয়ে আঘাত করে তাকে গুরুতর আহত করে ৷ তার দাবী পুরো ঘটনাটাই তৃনমুল কংগ্রেসের দ্বারা হয়েছে ৷ এই ঘটনায় দোষিদের অবিলম্বে শাস্তির দাবীও করেন তিনি।