শ্রীলংকা: বুধবার রাতেই ঘূর্ণিঝড় বুরেভি আছড়ে পড়তে পারে শ্রীলংকার উপকূলে। তারপর সেটা দক্ষিণ ভারতের রাজ্যগুলি তে প্রভাব বিস্তার করবে। বুরেভি নামটি মালদ্বীপের দেওয়া। এর ফলে বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ সৃষ্টি হয়েছে।
দক্ষিণ তামিলনাড়ু দক্ষিণ কেরালার বেশ কিছু অংশ ক্ষতিগ্রস্থ হবার জোর সম্ভাবনা আছে। তবে এর সরাসরি প্রভাব বাংলায় পরবেনা। বেশ কয়েকদিন ধরেই তাপমানের পারদ ওঠানামা নজরে আসছিল। রবিবার 16.6, সোমবার 17.2 এবং আজ মঙ্গলবার স্বাভাবিকের চেয়ে 1° কম তাপমাত্রা 15.4।
7 ডিসেম্বর অর্থাৎ আগামী সোমবার থেকে তাপমাত্রা কিছুটা নামতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। 13 থেকে 11 নেমে যাওয়ার আশঙ্কা করছে আবহাওয়া দপ্তর।