এসপ্লাস ডেস্ক : কোভিড পরিস্থিতির শুরু থেকেই রাজ্যের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষনা করা হয়েছিল ৷ তার পরিবর্তে শিক্ষার্থীদের অনলাইনে ক্লাস শুরু করতে বলা হয় ৷ করোনা আবহে গোটা একটা বছর বিরুপ প্রভাব পড়েছে শিক্ষাখাতে ৷ কিন্তু কোভিড পরিস্থিতি ক্রমশ বেড়ে গিয়ে গোটা দেশকে গ্রাস করছে ৷ রাজ্যেও লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তর সংখ্যা ৷ ভোটও শেষ ৷ তবে করোনা পরিস্থিতির কথা বিবেচনা করে একাদশ শ্রেণীর বার্ষিক পরীক্ষা বাতিল করল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ । পরীক্ষা বাতিল করে তাদের দ্বাদশ শ্রেণীতে উত্তীর্ণ করার নির্দেশনা দেওয়া হয়েছে ৷ তবে এখনও পর্যন্ত উচ্চ মাধ্যমিক পরীক্ষা নিয়ে কোনই ঘোষনা করেনি শিক্ষা সংসদ।
শুক্রবার উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের পক্ষ থেকে একটি বিবৃতি জারি করা হয়েছে ৷ তাতে বলা হয়েছে, “করোনা পরিস্থিতির উপর সংসদ নিয়মিত পর্যবেক্ষণ ও নজর রাখছে। প্রয়োজনে এ বিষয়ে পরিবর্তিত পরিস্থিতি অনুযায়ী সংসদ সিদ্ধান্ত নেবে এবং সংশ্লিষ্ট সকলকে অবহিত করা হবে।” তবে এই নির্দেশিকা পরিবর্তনযোগ্য বলেও জানানো হয়েছে ৷
বলা হয়েছে এ বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষা ছাত্রছাত্রীদের নিজ নিজ স্কুলেই হবে। ইতিপূর্বে ঘোষিত সূচী অনুযায়ী এই পরীক্ষার আয়োজন করা হবে। তবে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে সময় সারণি কিছুটা পরিবর্তন করা হয়েছে। এর আগে পরীক্ষা হওয়ার কথা ছিল নির্দিষ্ট দিন সকাল ১০টা থেকে দুপুর ১টা ১৫ পর্যন্ত। তা পরিবর্তন করে দুপুর ১২টা থেকে ৩টে ১৫ পর্যন্ত পরীক্ষা হওয়ার কথা বলা হয়েছে।
দপ্তর সূত্রে জানাগিয়েছে, একাদশ শ্রেণীর পড়ুয়াদের আরো বেশকিছু নির্দেশনা দেওয়া হয়েছে। বিনা পরীক্ষায় যারা দ্বাদশ শ্রেণী উত্তীর্ণদের প্রথম তিন মাসেই উচ্চ মাধ্যমিক পরীক্ষা সম্পর্কিত একাদশ শ্রেণীর সংক্ষিপ্ত সিলেবাস সমাপ্ত করা লাগবে ৷
প্রসঙ্গত,দেশে করোনা ভয়াবহ আকারে বেড়ে যাওয়ায় এর আগেই সিবিএসই বোর্ডের দশম শ্রেণীর পরীক্ষা বাতিল করা হয় । একইভাবে দ্বাদশের পরীক্ষাও নেয়া হয়নি । সর্বশেষ আজই পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক তাদের সিদ্ধান্তের কথা জানিয়েছে।