ছটি তাজা বোমা উদ্ধার পাণ্ডবেশ্বরে
রামকৃষ্ণ চ্যাটার্জী, পাণ্ডবেশ্বর :: শুক্রবার পাণ্ডবেশ্বর থানার অন্তর্গত দান্য খা পাড়ার ফাঁকা মাঠ থেকে ছটি তাজা বোমা উদ্ধার করল পান্ডেভস্বর থানার পুলিশ। কে বা কারা এই বোমা রেখে গেল এই মাঠে তা তদন্ত শুরু করেছে পুলিশ। সামনে বিধানসভা নির্বাচন আর এই নির্বাচনের মুখে পাণ্ডবেশ্বরের দান্য এলাকায় বোমা উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ায় এলাকায়।
শুক্রবার রাতে পাণ্ডবেশ্বরের দান্য গ্রাম থেকে কয়েকটিম তাজা বোমা উদ্ধার হয়। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। কারওর বাড়ি থেকে নয়, ফাঁকা মাঠ থেকে বোমাগুলি উদ্ধার করে পুলিশ। সম্প্রতি বোমা বাঁধতে গিয়ে এক ব্যক্তির মৃত্যু হয় জামবাদে। তার আগেও একাধিকবার বোমাবাজির ঘটনা ঘটে পাণ্ডবেশ্বরে।
পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার রাত ন’টা নাগাদ দান্য গ্রামের মাঠ থেকে ৬ টি তাজা বোমা উদ্ধার হয়। স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে খবর পেয়ে পুলিশ যায় সেখানে। বোমাগুলি উদ্ধার করে নিয়ে যায় পুলিশ। কে বা কারা বোমাগুলি সেখানে এনেছে তা খোঁজ নিয়ে দেখছে পুলিশ।এবারের বিধানসভা ভোটে পাণ্ডবেশ্বর উত্তপ্ত হতে পারে বলে আশঙ্কা স্থানীয় বাসিন্দাদের একাংশের। অবিলম্বে কড়া নজরদারি ও তল্লাশি চালিয়ে দুষ্কৃতীদের গ্রেফতারের দাবি জানিয়েছেন তাঁরা। তা না হলে ভোটের দিন রক্ত ঝরবে বলে আশঙ্কা তাঁদের। এখনই পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা না নিলে ভোটের দিন পরিস্থিতি হাতের বাইরে চলে যেতে পারে বলে আশঙ্কা সাধারণ মানুষের।