Splusnews Kolkata
বৃহস্পতিবার , ২০ জানুয়ারি ২০২২ | ২৫শে বৈশাখ, ১৪২৯ বঙ্গাব্দ
 1. আন্তর্জাতিক
 2. কলকাতা
 3. খেলাধুলা
 4. চাকরী
 5. ট্রেন্ড
 6. দেশ
 7. পশ্চিমবঙ্গ
 8. প্রযুক্তি
 9. বানিজ্য
 10. বাংলাদেশ
 11. বিনোদন
 12. বিশেষ
 13. ভাইরাল
 14. মতামত
 15. রাজনীতি

বিস্ময়কর শহর তৈরি করতে চলেছে সৌদি আরব

প্রতিবেদক
splusnews
জানুয়ারি ২০, ২০২২ ১:৫৪ অপরাহ্ণ
বিস্ময়কর শহর তৈরি করতে চলেছে সৌদি আরব

ডেস্ক রিপোর্ট : অনেকেই হয়ত জানেন, দক্ষিণ কোরিয়া এমন একটি শহর তৈরি করতে চলেছে যেখানে বন্যার কোনো প্রভাব পড়বে না। এই শহরে বসবাস করতে হলে জনগণকে দিতে হবে ভাড়াও। তবে, এবার সবাইকে ছাপিয়ে এক বিস্ময়কর শহর তৈরি করতে চলেছে সৌদি আরব।

সাধারণ শহরগুলির তুলনায় এই শহর বহুগুণ বড়। শুধু তাই নয়, এই শহরে এমন সব সুবিধা উপলব্ধ থাকবে যা কল্পনাই করা যায়না। সুবিশাল এবং অপূর্ব এই শহর তৈরির ঘোষণা অনেক আগেই করা হয়েছিল। স্বাভাবিকভাবেই, কোটি কোটি টাকা খরচ হবে এই শহর নির্মাণে। জর্ডান ও মিশরের সীমান্তে একটি শহর স্থাপন করতে চলেছে সৌদি আরব। এর নাম NEOM, যা হবে হলিউডের সায়েন্স ফিকশন ছবির মতো। স্বপ্নের মতো এই শহরে পরিষেবা দেবে রোবট, বাতাসে চলবে গাড়ি। বায়ু শক্তি ও সৌরশক্তি থেকে বিদ্যুৎ সরবরাহ হবে এই শহরে।

শুধু তাই নয়, এখানে উড়ন্ত ট্যাক্সিও থাকবে। এই শহরের নিজস্ব চাঁদ এবং নিজস্ব মেঘও থাকবে, যা থেকে পড়বে বৃষ্টিও। এই শহর তৈরিতে খরচ হবে প্রায় ৫০০ বিলিয়ন ডলার। দ্য সান-এর একটি প্রতিবেদন অনুযায়ী জানা গিয়েছে যে, ২০২৫ সাল থেকে মানুষ এই হাই-টেক NEOM শহরে বসবাস শুরু করবে। এই শহরটি লন্ডনের থেকে প্রায় ১৭ গুণ বড় হবে।

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত