শ্রদ্ধেয় সঙ্গীতশিল্পী মান্না দে পরমভক্ত তারক নাথ চট্টোপাধ্যায় আছেন নিজের জায়গাতেই
বাপ্পাই দত্ত:- আজকে কলকাতা পৌরসভা ভোটের ফলাফলের পর 26 নম্বর ওয়ার্ডের প্রবীণ প্রার্থী সম্মানীয় তারক নাথ চট্টোপাধ্যায় আছেন তার নিজের জায়গাতেই অর্থাৎ তিনি আবার নবনিযুক্ত কাউন্সিলার, সিপিএম ও বিজেপিকে ধরাশায়ী করে 12829 ভোটের মধ্যে 5,986 ভোটে লিড দিয়ে নিজের অধিকারকে অটুট করে রাখলেন , জয়ের পরে ‘ সম্মানীয় তারকনাথ চট্টোপাধ্যায়9 জানান আমি সারাবছর 26 নম্বর ওয়ার্ডের শ্রদ্ধেয় মান্না দে সঙ্গীত শিল্প-সংস্কৃতি নিয়ে যুক্ত থাকি তার সাথে সাথে মা মাটি মানুষের নেত্রীর নির্দেশে ওয়ার্ডের মানুষদেরকে নিয়ে উন্নয়নের কর্মে নিজেকে নিযুক্ত রাখি যাতে মানুষেরা সচ্ছল ভাবে চলাফেরা করতে পারে আর আমাদের নেত্রীর মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন যেভাবে সারা বাংলা জুড়ে বিকাশিত হয়েছে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে অর্থাৎ এই জোড়া ফুল শস্য-শ্যামলা ও কর্ম শিল্পে প্রধান ভান্ডারী হতেই হবে এই বাংলায়, সকল মানুষেরা বা কলকাতার সকল মানুষেরা তার উন্নয়নের প্রতিযোগিতায় সামিল হয়ে জয়যুক্ত করেছেন সুতরাং এই জয় মা মাটি মানুষের জয়।