তরুণীর ঝুলন্ত দেহ উদ্ধার , আত্মহত্যা না খুন !
জয়দীপ মৈত্র,দক্ষিণ দিনাজপুরঃ বাড়ির মানুষজনের অনুপস্থিতিতে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হলো দক্ষিন দিনাজপুর জেলার বুনিয়াদপুরের এক তরুণী।
মঙ্গলবার রাত্রি আনুমানিক ১১টা নাগাদ ঘটনাটি ঘটেছে বুনিয়াদপুর পৌরসভার ৩নম্বর ওয়ার্ড বড়াইল এলাকায়। জানা যায় মৃতা তরুণীর নাম সুস্মিতা রায় (১৯) সে প্রথম বর্ষের ছাত্রী।
পরিবারের দাবি মঙ্গলবার সন্ধ্যায় বাড়ি থেকে সকলেই পার্শ্ববর্তী এলাকায় কীর্তন শুনতে গিয়েছিল। পরবর্তীতে রাতে পরিবারের লোকজন বাড়িতে এলে তরুনিকে তার শোবার ঘরে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। জানা যায় মৃতা তরুণীর ফোনে একাধিক মিসকল ছিলো। যদিও আত্মহত্যার পেছনে কোনো প্রেম ঘটিত কারণ আছে কি না, তা নিয়ে ধন্দে সকলেই।
খবর পেয়ে বংশীহারী থানার পুলিশ ঘটনাস্থলে এসে মৃতদেহটি উদ্ধার করে নিয়ে যায়,পরবর্তীতে ময়নাতদন্তের জন্য বালুরঘাট মর্গে পাঠানো হবে। ঘটনায় পরিবারসহ এলাকা জুড়ে নেমে এসেছে শোকের ছায়া।