অভীক মিত্র, বীরভূম: রবিবার পাটাগাছি সূর্যদয় ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে বিদায়ী সংবর্ধনা দেওয়া হল পাইকর থানার পুলিশ আধিকারিক শেখ ইসরাইল মহাশয় এবং সেকেন্ড অফিসার প্রীতম রায়কে। সংস্থার কর্ণধার মোহাম্মদ শামীম হোসেন,পঞ্চায়েত সমিতির সহসভাপতি ত্রিলোচন হালদার, সমাজসেবী ফজলুল হক, মোহাম্মদ আরিফ, রামপদ দাস, রকি মিয়া সহ বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন৷
সূর্যদয়ের সম্পাদক মোহাম্মদ শামীম হোসেন বলেন, “শেখ ইসরাইল ছিলেন একজন অত্যন্ত সৎ এবং সমাজসেবী অফিসার তার চলে যাওয়াটা আমাদের কাছে অপূরণীয় তবুও সরকারি নিয়ম তাই মানতে বাধ্য । আশা করি উনি কোন না কোন একদিন আবার আমাদের থানায় ফিরে আসবেন ।”