মনোরঞ্জন রায়,শালকুমার হাট: কার্তিকের অকালবৃষ্টিতে ভেঙ্গে গিয়েছে জলদাপাড়া অভয়ারণ্য সংলগ্ন তোর্সা নদীর বাঁধ ৷
স্থানীয় সূত্রে খবর, তোর্সা নদীর শিলতোর্সা ব্রিজের উত্তরাংশে বাঁধ দেওয়া হয়েছিল। সেই বাঁধের নামকরণ দেওয়া হয়েছিল পাঞ্জাব বান। গতকালকের বৃষ্টিতে বেহাল দশায় পরিণত হল বাঁধ ৷ খবর পেয়ে আলিপুরদুয়ার জেলা পরিষদের সহকারি সভাধিপতি তথা আলিপুরদুয়ার ১ নং ব্লকের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভাপতি মনোরঞ্জন দে ঘটনাস্থলে যান ৷ আলিপুরদুয়ার জেলা পরিষদের সহকারি সভাধিপতি মনোরঞ্জন দে এসপ্লাস নিউজকে বলেন, “এই বাঁধের কাজ দ্রুত আরম্ভ করা হবে ৷ বাঁধটি সম্পূর্ণ ভেঙে গেলে এলাকাবাসীর বিরাট ক্ষয়ক্ষতি হবে। এলাকার আমি একজন নাগরিক, তাই আমার নৈতিক দায়িত্ব রয়েছে, এই কাজ দ্রুত কিভাবে শুরু করা যায় তার ব্যবস্থা করছি।”