রান্নার গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে মাটির উনুনে রান্না করে প্রতিবাদ
বাবলু প্রামাণিক, দক্ষিণ 24পরগনা ::দক্ষিণ 24 পরগনা চম্পাহাটি সাহেবপুর গ্রামের স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা একত্রিত হয়ে রান্নার গ্যাসের দাম অগ্নিমূল্য হওয়ায় বাড়ির বাইরে রান্নার গ্যাসের সিলিন্ডার সামনে রেখে মাটির উনুনে রান্না করে সেই খাবার ভাগ করে তারা বাড়িতে গিয়ে খাবে। রান্না করার সময় স্বনির্ভর গোষ্ঠীর সভানেত্রী দিপালী নস্কর বলেন প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার মাধ্যমে গ্যাস দেওয়ার পর থেকে আমরা গ্রামের মহিলারা গ্যাসে রান্না করা শুরু করেছি। কিন্তু যে টাকা আমার স্বামী উপার্জন করে আনছে তার অনেক বেশি টাকা গ্যাসের পিছনে ব্যয় করতে হচ্ছে। তাহলে রান্নার গ্যাস দিয়ে আমাদের কি সুবিধা করলেন প্রধানমন্ত্রী । রান্নার গ্যাসের দাম দিন দিন মূল্য বৃদ্ধি হলে আমরা খাব কি। এবার কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন সাহেবপুরের সমাজসেবী পার্থসারথি গাঙ্গুলী বলেন এই কি প্রধানমন্ত্রীর আচ্ছা দিন আয়েগা। স্বাধীনতার আগের সময় কি আমার ফিরে পাচ্ছি? গ্রামের মহিলাদের রান্না করার জন্য দূরদূরান্ত থেকে কাঠ সংগ্রহ করতে হচ্ছে। কেন ,গ্যাসের দাম অগ্নিমূল্য কেন্দ্রীয় সরকারের টনক নড়ছে না।