দিল্লি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি চলতি মাসেই আমেরিকা সফরে যেতে পারেন। তবে সরকারের তরফ এখনও আনুষ্ঠানিক ঘোষণা হয়নি।
সংবাদ সংস্থা এএনআই সূত্রে জানা গিয়েছে, সেপ্টেম্বর মাসের শেষের দিকে আমেরিকা যেতে পারেন প্রধানমন্ত্রী মোদি। আর এমনটা হলে করোনা আবহে এবং মার্কিন মসনদে জো বাইডেন বসার পর এটাই হবে তাঁর প্রথম আমেরিকা সফর।
তবে প্রধানমন্ত্রী মোদি সব ঠিক থাকলে সেপ্টেম্বরের ২২ থেকে ২৭ সেপ্টেম্বরের মধ্যে আমেরিকা যেতে পারেন। ওয়াশিংটন থেকে নিউ ইয়র্কে রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভার অধিবেশনে শামিল হওয়ার কথা রয়েছে তাঁর। এটা ঘটনা রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য ভারত।
সূত্রের খবর, আমেরিকা সফরকালে বাইডেনের সঙ্গে আলোচনা চালাবেন মোদি। সেই আলোচনার কেন্দ্রবিন্দু হবে আফগানিস্তান ও তালিবানের উত্থান। একইসঙ্গে কোয়াড গোষ্ঠী নিয়েও আলোচনা হতে পারে দুই রাষ্ট্রনায়কের। আমেরিকাও আফগানিস্তানে চীন, পাকিস্তান ও রাশিয়ার প্রভাব বাড়ায় কোয়াড নিয়ে যথেষ্ট তৎপর।