বাবলু প্রামাণিক, দক্ষিণ ২৪ পরগনা : এক গৃহবধূকে
পিটিয়ে খুন করার অভিযোগ উঠলো স্বামীর বিরুদ্ধে ৷ মৃত গৃহবধূর নাম বাসন্তী সরদার(৩৭) ৷ তিনি ঢোলা থানার অধীন দরী কৌতলা গ্রামের জগন্নাথ সরদারের স্ত্রী । এ ঘটনায় পুলিশে অভিযোগ দায়ের করা হয়েছে ৷ তার জেরে বাসন্তী সরদারের স্বামী জগন্নাথ সরদারকে গ্রেফতার করেছে ঢোলা থানার পুলিশ।
বাসন্তী দেবীর বাপের বাড়ির পক্ষ থেকে অভিযোগ, দিনের পর দিন তাকে স্বামী অত্যাচার করতো ।অতিষ্ঠ হয়ে বাপের বাড়িতে চলে আসেন বাসন্তী দেবী। পরে স্থানীয় পঞ্চায়েতের হস্তক্ষেপে আবার শ্বশুরবাড়িতে যান বাসন্তী দেবী। বাসন্তী দেবীর ভাই নবকুমার হালদারের অভিযোগ গতকাল তার ভাগ্নে অসুস্থতার খবর দিয়ে তাকে ডাকে। খবর পেয়ে দিদির বাড়িতে গিয়ে দেখেন ভোলাহাট থানার পুলিশ দিদিকে ভ্যানে তুলে নিয়ে যাচ্ছেন দিগম্বরপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে।
সেখানে নিয়ে যাওয়ার পর ডাক্তাররা তাকে মৃত বলে ঘোষণা করেন। আজ বাসন্তী দেবীর মৃতদেহ ময়নাতদন্তের পাঠাচ্ছেন ঢোলা থানার পুলিশ। ভাইয়ের অভিযোগ তার দিদিকে জামাইবাবু রাতেই পিটিয়ে হত্যা করেছে । পুলিশ রাতেই গ্রেপ্তার করে বাসন্তী দেবীর স্বামী জগন্নাথ সরদারকে।