তারক হরি, পশ্চিম মেদিনীপুর : আবারও পশ্চিম মেদিনীপুরের ‘বিদ্যাসাগর বালিকা ভবন’ সরকারি হোম থেকে পালালো ৩ কিশোরী।
মেদিনীপুর শহর লাগোয়া রাঙামাটির এই সরকারি হোম থেকেই মাত্র আড়াই মাস আগেই এপ্রিলের গোড়াতে ৪জন কিশোরীর পালানোর ঘটনা ঘটেছিল। যদিও পরে ওই কিশোরীরা প্রত্যেকেই ফিরে আসে। তারপরেই আবারও সেই আবাসিক হোম থেকে বৃহস্পতিবার ভোররাতে পাঁচিল টপকে পালায় ৩ কিশোরী।
জানা যায়, লক্ষ্মী রাজপুত, সুস্মিতা কালসা ও আশা সর্দার নামে তিন আবাসিক হোম থেকে নিখোঁজ রয়েছে বলে খবর মিলেছে। খবর পাওয়ার সাথে সাথেই ওই তিন কিশোরীর খোঁজে সম্ভাব্য এলাকায় তল্লাশি শুরু করেছে মেদিনীপুর কোতোয়ালি থানার পুলিশ। সতর্ক করা হয়েছে আশেপাশের থানা একলাতেও।
জানা গিয়েছে, লক্ষ্মী রাজপুতের বাড়ি খড়্গপুর লোকাল থানার অন্তর্গত গোকুলপুর এলাকায়, সুস্মিতা কালসার বাড়ি মেদিনীপুর সদর ব্লকের পাঁচকুড়ি এলাকায়। অপর আবাসিক আশা সর্দারকে নদীয়া জেলার একটি হোম থেকে মাত্র দিনকয়েক আগেই নিয়ে আসা হয় মেদিনীপুর শহরের রাঙামাটির এই সরকারি হোমে।
সাধারণ ভাবে নাবালিকা বিবাহের মামলায় উদ্ধার হওয়া কিংবা অন্য কোনোও অপরাধের মামলায় অভিযুক্ত হওয়ায় নাবালিকাদের রাখা হয় এই সমস্ত সরকারি হোমে। অন্য দিকে মাতা-পিতা হীন অনাথ কিছু বালিকার ঠাঁই হয় এখানে। প্রকৃতপক্ষে এই তিনজনের ক্ষেত্রে অভিযোগ ঠিক কী ছিল তা ইতিমধ্যেই খতিয়ে দেখা হচ্ছে।
তবে বারবার এই একই ঘটনায় প্রশ্ন তুলে দিয়েছে হোমের আভ্যন্তরীণ নিরাপত্তা নিয়ে। মাত্র তিন মাসের মধ্যে ফের নতুন করে আবাসিক পালিয়ে যাওয়ার ঘটনায় রীতিমতো প্রশ্ন উঠছে হোম কর্তৃপক্ষের ভূমিকা নিয়েও। গোটা ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ।