ঘন্টাখানেক প্রচেষ্টার পর পাটকুয়া থেকে বৃদ্ধের মৃতদেহ উদ্ধার
রামকৃষ্ণ চ্যাটার্জী ও মহেশ্বর দে, আসানসোল :
কুয়ো থেকে উদ্ধার বৃদ্ধের মৃতদেহ ৷ তার জেরেই চাঞ্চল্য ছড়ালো গোটা এলাকায় ৷ কুলটি থানার নিয়ামতপুর ফাঁড়ি এলাকার ঘটনা ৷ ঘটনাস্থলে গিয়ে কুয়োর জলে ডুবে যাওয়া দেহ উদ্ধার করলো পুলিশ ও দমকল ৷
পুলিশ সূত্রে জানাগিয়েছে, কুলটি থানার নিয়ামতপুর ফাঁড়ি অন্তর্গত ডেডি মাঠ সংলগ্ন এলাকার বাসিন্দা বৃদ্ধ কৃষ্ণ দেব নোনিয়া (৮০) বাড়ির পাটকুয়ার মধ্যে পড়ে যায় ৷ এরপরই তার পরিবারের লোকজন পুলিশে খবর দেয় ৷
মৃতের ছেলের বৌ জানিয়েছে, ”আমি শশুরমশায়কে চানাচুর মুড়ি খেতে দিয়ে বাড়ির কাজ করছিলাম ৷ সে সময় বাচ্চারা স্নান করতে যেতে গিয়ে দেখে যে তার দাদু কুয়োর দিকে যাচ্ছে, সাথে সাথে আমাকে খবর দেয় আমি দৌড়ে গিয়ে ধরার আগেই সে কুয়োতে পড়ে যায়। সাথে সাথে আমার স্বামীকে ফোন করে জানাই ৷
স্থানীয়রা নিয়ামতপুর ফাঁড়ি পুলিশকে খবর দিলে তারা ঘটনাস্থলে এসে দমকলের সহযোগিতায় ঘন্টাখানেকের প্রচেষ্টায় মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আসানসোল জেলা হাসপাতালে পাঠিয়েছে । তবে এটি খুন নাকি নিছক দূর্ঘটনা তার তদন্ত শুরু করেছে পুলিশ ৷