ডেস্ক রিপোর্ট : ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক (RBI) গত মে মাস থেকে মোট চারবার রেপো রেট বাড়িয়েছে । সেই অনুযায়ী ব্যাঙ্কগুলো ফিক্সড ডিপোজিটের উপরে সুদের হার বাড়িয়েছে। আবার অনেক ব্যাঙ্ক গ্রাহকদের জন্য নতুন সুদের হারে ফিক্সড ডিপোজিট স্কিমও চালু করেছে। সেই সমস্ত অফারগুলো অবশ্য নির্দিষ্ট মেয়াদের জন্য থাকছে।
সেই মেয়াদের মধ্যে ওই এফডি স্কিমে গ্রাহকেরা বিনিয়োগ করলে সাধারণ হারের তুলনায় বেশি হারে সুদ পাবেন। নতুন স্কিমের এফডি খোলার ক্ষেত্রে ব্যাঙ্কগুলির মধ্যে একটা চাপা প্রতিযোগিতা শুরু হয়েছে যেন। একইভাবে ইএসএএফ স্মল ফিন্যান্স ব্যাঙ্ক একটা স্পেশ্যাল ফিক্সড ডিপোজিট স্কিম খুলেছে নিজেদের গ্রাহকদের জন্য।
এই স্কিম চলতি মাসের 1 তারিখ থেকে শুরু হয়েছে। ওই একই দিনে ফিক্সড ডিপোজিটে সুদের হার বাড়ানোর পাশাপাশি ব্যাঙ্কের তরফে একদম নতুন 999-day FD চালু করা হয়েছে।
এই এফডি-তে সুদের হার হল 8%। কিন্তু আগামী 30 নভেম্বর এই স্কিম বন্ধ হতে চলেছে। ব্যাঙ্ক নিজের ওয়েবসাইটে জানিয়েছে, এই 999 days Special FD-র সুদের হার হল 8.00%। এবং তা শুধুমাত্র 2022 সালের 30 নভেম্বর পর্যন্ত পাওয়া যাবে।
7-14 দিনের মেয়াদী এফডি-র ক্ষেত্রে ব্যাঙ্কের তরফে 4% হারে সুদ দেওয়া হচ্ছে। আর 15-59 দিন মেয়াদী ফিক্স ডিপোজিটের ক্ষেত্রে 4.5% হারে সুদ দেওয়া হচ্ছে।