অভিজিৎ ব্যানার্জী,হাওড়া: ১৬ নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনা কমাতে যখন একের পর এক পদক্ষেপ গ্রহণ করছে প্রশাসন ঠিক তখনই সড়কের ধূলাগড় থেকে উলুবেড়িয়া পর্যন্ত রাস্তার বিভিন্ন অংশ দখল করে চলেছে অবৈধ ভাবে গাড়ি পার্কিং।
ফলে প্রায়ই ঘটছে দুর্ঘটনা ৷ যার বহু ক্ষেত্রেই বাড়ছে প্রাণ হানির মত ঘটনাও। কিন্তু প্রশাসনের নজর এড়িয়ে কি ভাবে জাতীয় সড়ক ও তৎসংলগ্ন সার্ভিস রোড দখল করে চলেছে এমন বেআইনী পার্কিং তা নিয়েই উঠছে নানান প্রশ্ন ৷