গোপাল বিশ্বাস নদীয়া: নবদ্বীপে টানা বর্ষনের জেরে বেড়েছে গঙ্গার জল ৷ জলে কানায় কানায় পূর্ণ এখন নদী ৷ জলস্ফীতির কারনে জলমগ্ন হয়ে পড়েছে একাধিক এলাকা। ঘরের মধ্যেও ঢুকে পড়েছে জল ৷ চরম দূর্ভোগে সময় পার করছেন স্থানীয়রা ৷
দেখা গিয়েছে, জলস্ফীতিতে ফুঁসে উঠেছে গঙ্গা ৷ বিপদসীমার উপর দিয়ে বইছে গঙ্গা নদীর জল। জল ঢুকে পড়েছে নবদ্বীপ ব্লকের মহিশুরা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কারগিল কলোনি সংলগ্ন বাস্তব নগর এলাকায়। এখানে প্রায় ১৫০ টি পরিবার এখন জলের তলায়। এলাকায় জল ঢুকে পড়ায় জলবন্দি হয়েছে প্রায় পাঁচ শতাধিকেরও বেশী মানুষ । পরিবার পরিজন নিয়ে উঁচু জায়গায় আশ্রয় নিয়েছে।
স্থানীয়েের দাবি, বাড়িঘর জলমগ্ন হয়ে পড়ায় অনেকেই ঘরছাড়া ৷ পানীয় জলের ব্যবস্থা করতে পারছেন না ৷ শুকনা খাবারেই রোজকার খিদে মেটাতে হচ্ছে ৷ তবে এতকিছু হলেও তাদের খোজ নিতে আসেননি কেউ ৷ তারা বলছেন, প্রশাসন বিষয়টি যেন দেখেও দেখছেনা ৷ এতে ব্যাপক ক্ষোভে ফেটেছে গোটা এলাকা ।
বেশ কয়েকজন জানান, প্রতি বছর একই সময়ে এমনি দূর্ভগের শিকার হন তারা, পাশাপাশি মেলেনা কোন সরকারি সাহায্য। গত ২ বছর আগে একবার বি ডিও অফিসের লোকজন এসে ৮/ ১০ টি ত্রিপল দিয়ে চলে যায়, আর খোঁজ নিতে আসেনি কেউ।
নেই যাতায়াতের ব্যবস্থা, নেই পানীয় জল।এমনি দূর্দশায় কাটাতে হচ্ছে তাদের। কবে মিটবে এই দূর্দশা এমনটাই প্রশ্ন তাদের ৷