এসপ্লাস ডেস্ক: করোনা পরিস্থিতিতে নাজেহাল গোটা দেশ ৷ গত কয়েকদিনে রাজ্যে সংক্রমনের হার কিছুটা কমেছে ৷ তাতে স্বভাবতই কিছুটা স্বস্তি ফিরেছে ৷ তবে এরই মাঝে দেখা দিয়েছে গ্রিন ফাঙ্গাস আতঙ্ক ৷ গ্রিন ফাঙ্গাসে আক্রান্ত এক ব্যাক্তির খোঁজ মিলল মধ্যপ্রদেশে ৷ তাকে মুম্বইয়ের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে ৷ ব্লাক ফাংগাস, ইয়েলো ফাংগাস এর পর নয়া গ্রীন ফাংগাস বেশ শংকায় ফেলে দিয়েছে চিকিৎসকদের ৷
চিকিৎসকরা জানিয়েছেন, গ্রীন ফাংগাস সাইনাস, রক্ত এবং ফুসফুসে থাবা বসাচ্ছে ৷ মধ্যপ্রদেশে বাড়ি আক্রান্ত ওই ব্যক্তি প্রথমে করোনা সংক্রমনের শিকার হন। করোনা তার ফুসফুসের শতভাগ সংক্রমিত করেছিলো ৷ তারপর সে করোনা থেকে সুস্থ হয়ে বাড়িতেও ফিরে গিয়েছিলেন ৷ কয়েকদিন পর আবার অসুস্থতা বোধ করলে হাসপাতালে ভর্তি হন ৷ পরে নাক দিয়ে রক্তপাত,দুর্বলতা এবং ওজন কমতে থাকে ৷ তারপরই তার পরীক্ষা করা হয় ৷ দেখা গিয়েছে তিনি গ্রিন ফাঙ্গাসে আক্রান্ত। এরপরই নতুন এই ফাংগাসের সংক্রমন নিয়ে গবেষনা শুরু করেছেন চিকিৎসকরা ৷
প্রসংঙ্গত , দেশে ব্ল্যাক ফাঙ্গাসের কালো ছায়া করোনা জয়ীদের সংক্রমিত করছে ৷ সম্প্রতি গত ৩ সপ্তাহেই সংক্রমনের হার বেড়ে গিয়েছে ১৫০ শতাংশেরও বেশি ৷ তাতে মৃত্যুর সংখ্যাও বাড়ছে ৷ করোনার থেকে ফাংগাস অনেক বেশীই ঝঁকিপূর্ন বলে মত চিকিৎসকদের ৷