রামকৃষ্ণ চ্যাটার্জী ও কৌশিক মুখার্জী: আসানসোল:- দিনের পর দিন পেট্রোল,ডিজেল ও গ্যাসের মূল্য বৃদ্ধি ও মা দুর্গাকে অবমাননা করার প্রতিবাদে জাতীয় কংগ্রেসের বিক্ষোভ কর্মসূচি। বৃহস্পতিবার সকালে আসানসোলের হটন রোড মোড়ে বিক্ষোভ প্রদর্শন করে জাতীয় কংগ্রেস।
এই বিষয়ে শাহিদ পারভেজ বলেন, ২০১৪ সালে বিভিন্ন ধরনের প্রচার চালিয়েছিল মোদি সরকার৷ বহুত হুয়ে মেহেঙ্গাই কি মার,আবকি বার মোদি সরকার। প্রত্যেকটা মোদি সরকারের প্রতি শ্রুতি ভাওতাবাজি। বেটি বাঁচাও বেটি পড়াও,সবকা সাথ সবকা বিকাশ,আচ্ছে দিন আয়েঙ্গে। ২০১৪ সালে মোদি সরকার আসার পরেও সে কথা রাখেনি। বিক্ষোভ করার পর বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের কুশপুত্তলিকা দাহ করা হয়। পাশাপাশি বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে কটাক্ষ করে বলেন, কে জানে কোন শহরের পাগল খানা থেকে উনি
এসেছেন পশ্চিমবঙ্গ কে বদনাম করার জন্য।
তাছাড়া এদিনের বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস সদস্য প্রসেনজিৎ পুইতন্ডি,সাহিদ পারভেজ সহ জাতীয় কংগ্রেসের সমস্ত কর্মীরা।