এসপ্লাস ডেস্ক : এবার থেকে উৎসব বোনাস পেতে চলেছেন রাজ্যর সরকারি কর্মচারীরা ৷ সরকারী কর্মচারীদের বহুদিনের দাবী পুরণের ঘোষনা দিয়েছে নবান্ন (Nabanna)। এতে বেশ খুশী সকলেই ৷
নবান্ন সূত্রে জানা গিয়েছে, রাজ্যের যেসব সরকারি কর্মচারীরা মাসে ৩৭ হাজার টাকার অনধিক বেতন পান তাঁরাই উৎসব বোনাস পাবেন ৷ এই উৱসব বোনাস বাবদ সর্বোচ্চ ৪৮০০ টাকা করে দেয়া হবে ৷ মুসলিমরা ঈদের আগে এবং বাকী রাজ্য সরকারি কর্মচারীদের দুর্গাপুজোর আগেই এই বোনাস দেয়া হবে ৷ এর আগে রাজ্য সরকারি স্থায়ী কর্মচারীদেরই কেবল বোনাস দেওয়া হত । অস্থায়ী শিক্ষক, বা এ ধরনের কর্মচারীরা বোনাস পাননা ৷ তবে ঠিকা কর্মী যাঁরা গত আর্থিক বছরে অন্তত ১২০ দিন নির্দিষ্ট বেতনে কাজ করেছেন তাঁদেরও উৎসব ভাতা দেবে সরকার।