শিশু পার্কের জমিতে পাঁচিল দেওয়ার অভিযোগে রাস্তা অবরোধ স্থানীয়দের
রামকৃষ্ণ চ্যাটার্জী ও মহেশ্বর দে, আসানসোল: কলোনি এলাকায় প্রস্তাবিত শিশু পার্কের জমিতে পাঁচিল দেওয়ার অভিযোগ তুলে রাস্তা অবরোধ স্থানীয়দের। ঘটনাটি আসানসোলের সেনরেলে রোডের করুণাময়ী কলোনি এলাকায় ঘটে। স্থানীয়দের অভিযোগ, এলাকায় একটি জমি পুরসভা থেকে পার্কের জন্য প্রস্তাবিত করা আছে।সেখানে জমিটির উপরে দেওয়াল দেওয়ার কাজ চলছে। তা দেখে স্থানীয়রা রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে। ঘটনাস্থলে আসে আসানসোল দক্ষিণ থানার পুলিশ ও পুরনিগমের আধিকারিকরা।
অপরদিকে যারা পাঁচিল দিচ্ছিল তাদের বক্তব্য জমিটি তারা কিনেছেন । দুপক্ষকে তাদের কাগজ নিয়ে দেখা করতে বলা হয় পুরনিগমে। ঘন্টা খানেক রাস্তা অবরোধ চলার পর স্থানীয় পুলিশের মধ্যস্থতায় দুপক্ষের কাগজ দেখে ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দিলে অবরোধ উঠে যায়।ঘটনাকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। ঘটনাস্থলে আসানসোল পৌরনিগমের আধিকারিক কাজ বন্ধ করাতে এলে তাঁকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকে কলোনির বাসিন্দারা। অপর দিকে কলোনিবাসীরা এক সিসিটিভি ফুটেজ দেখায় যেখানে দেখা যাচ্ছে ওই জমির উপর পার্কের জন্য উক্ত জমি তার হোডিং লাগানো ছিল। কিন্তু উক্ত জমির মালিক নিজের হাতে সেই হোডিং ছিঁড়ে ফেলে।