কলকাতা: কলকাতার আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের পালকে নয়া মুকুট। কলকাতার আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের ‘পয়জন ইনফরমেশন সেন্টার’ ডাইরেক্টরি অফ ওয়ার্ল্ড পয়জন সেন্টারের অন্তর্ভুক্ত হল।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার অধীনস্থ এই ওয়ার্ল্ড ডিরেক্টরি অফ পয়জন সেন্টার। বৃহস্পতিবার ই মেল করে আর জি কর হাসপাতালকে এই তথ্য দেওয়া হয়েছে।
প্রায় ৩৫০টি সংস্থাকে স্বীকৃতি দেওয়া হয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফে। এর মধ্যে আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের পয়জন ইনফরমেশন সেন্টার একমাত্র নির্ভেজাল সরকারি হাসপাতাল। ফলে সংস্থার বিভাগীয় প্রধান অধ্যাপক ডা সোমনাথ দাস এই পয়জন ইনফরমেশন সেন্টার থেকে যে তথ্য বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে পাঠানো হবে তা বিশ্বের দরবারে প্রামাণ্য তথ্য হিসেবে স্বীকৃত হবে বলে জানিয়েছেন।
প্রসঙ্গত, ২০১৮ সালে আর জি কর হাসপাতালে পয়জন ইনফরমেশন সেন্টার তৈরি হয়েছিল। আগামী দিনে পয়জন বা বিষ সংক্রান্ত কোনও গবেষণার ক্ষেত্রে ওয়ার্ল্ড ডিরেক্টরি অফ পয়জন সেন্টার থেকে সহায়তা মিলবে।