কল্যান মন্ডল,পশ্চিম মেদিনীপুর : ভোট পূর্ববর্তী আক্রোশের জেরে তীর বিদ্ধ হলো তৃণমূল কর্মী। ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর ব্লকের ১৫ নম্বর অঞ্চলের কুমারী বাজার এলাকায়। অভিযোগের তির বিজেপির দিকে!
জানা গেছে বুধবার বিকেলে নিজের হার্ডওয়ার দোকান খুলতে আসছিলেন হাবিবুর রহমান ।সেই সময় তার উপর অতর্কিত ভাবে হামলা করা হয়। এই ঘটনায় তীর বিদ্ধ হয় হাবিবুর রহমান। এরপর তাকে স্থানীয়রা উদ্ধার করে মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করেন। পুরো ঘটনায় অভিযোগের আঙ্গুল বিজেপির দিকে তুলেছেন এলাকাবাসী। গোটা ঘটনার কথা অস্বীকার করেছে বিজেপি। কেশপুরের বিজেপি নেতা তন্ময় ঘোষ বলেন এর সঙ্গে কোনো ভাবেই বিজেপি জড়িত নয়। তিনি আরও বলেন আদিবাসীদের হুল দিবস উপলক্ষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়, এরপর উত্তেজনা সৃষ্টি করে তৃণমূল। তারপরেই এই ঘটনা। এই ঘটনায় মহিলা সহ বেশ কয়েকজন আহত হয়েছে বলে দাবি করেন তন্ময় ঘোষ। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকাজুড়ে। এলাকায় বিশাল পুলিশ বাহিনী পৌঁছে পরিস্থিতি নিয়ত্রন আনেন।