তপশিলী উপজাতির গর্ব, দিদির সাথে গড়বো” কর্মসূচিতে কল্পনা শীঠ
শান্তনু রায়, পশ্চিম মেদিনীপুর: রাজ্য সরকারের ঘোষণা অনুযায়ী ”তপশিলী উপজাতির গর্ব, দিদির সাথে গড়বো” কর্মসূচির দ্বিতীয় দিনে প্রচার শুরু করলেন যুবর রাজ্য সম্পাদিকা কল্পনা শীঠ। বুধবার কুসুমপুর পঞ্চায়েতের কেয়ারচাঁদ এলাকার এই কর্মসূচির সূচনা করেন যুবর রাজ্য সম্পাদিকা কল্পনা শীঠ।
বৃহস্পতিবার দ্বিতীয় দিনে কেশিয়াড়ী ব্লকের সাঁতরাপুর গ্রাম পঞ্চায়েতের বেলমা এলাকার আদিবাসী সম্প্রদায়ের মানুষজনের সঙ্গে কথা বলেন তিনি। সঙ্গে ছিলেন ব্লক তৃনমূল কংগ্রেসের সহ সভাপতি পবিত্র শীঠ,যুব সভাপতি সঞ্জয় গোস্বামী, সাঁতরাপুর ৩ ন অঞ্চলের যুব সভাপতি সুনীল দাস সহ অনেকেই। এদিন এই এলাকার আদিবাসী সম্প্রদায়ের মানুষজনের কাছে পৌঁছে যান তারা। কোথায় কি সমস্যা রয়েছে, কী কী অসুবিধা রয়েছে ,রাজ্য সরকারের উন্নয়নমূলক প্রকল্প উপভোক্তারা পেয়েছে কিনা,কতটা এলাকার সমস্যা সমাধান হয়েছে,ব্যাক্তিগত কী সমস্যা রয়েছে সেই সমস্ত বিষয় নিয়ে পিছিয়ে পড়া এলাকায় এদিন চলে বিশেষ জনসংযোগ কর্মসূচি। এদিন নেতৃত্বদের কাছে পেয়ে নানান অভাব অভিযোগের কথা তুলে ধরেন এলাকার মানুষজন।