মহেশ্বর দে, আসানসোল: রাজ্যের শ্রম, আইন ও বিচারমন্ত্রী মলয় ঘটক কর্পোরেশনের ২০ নং ওয়ার্ডের কন্যাপুর তালপুকুর, মরিচকোটা দুর্গা ঘাট, গোপালপুর সায়ার ঘাট, সুদি বার পুকুর, কন্যাপুর সুরি গোরিয়ার পুকুর সংস্কারের ভিত্তি প্রস্তর স্থাপন করেন।
এই অনুষ্ঠানে প্রশাসক বোর্ডের সদস্য শ্যাম সোরেণ, অনিমেষ দাস ও স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন। মন্ত্রী বলেন, পাঁচটি পুকুর সংস্কার কাজ হচ্ছে। মরিচকোঠার স্বাস্থ্যকেন্দ্রটি খুব খারাপ অবস্থায় রয়েছে, যা জিইসিএল দ্বারা অনুরোধ করা হয়েছে। জিইসিএল সিএসআর এর আওতায় এডিডিএতে ১৬ লাখ টাকা জমা দিয়েছে। খুব তাড়াতাড়ি এই স্বাস্থ্য কেন্দ্রের কাজ শুরু হবে। তিনি বলেন যে এই কাজের জন্য ১৫ লক্ষ ৩৭ হাজার ৫৬৪ টাকা ব্যয় করা হবে।