নিতাই চক্রবর্তী, বীরডুম : প্রতিবছর ৩০শে জুন পালিত হয় হুল দিবস বা সাঁওতাল বিদ্রোহ দিবস। ১৮৬৫ সালে সিধু-কানুর নেতৃত্বে হয় আদিবাসীদের বিদ্রোহ। এটিই ইংরেজদের দেশ থেকে বহিষ্কার করার প্রথম সঙ্ঘবদ্ধ আন্দোলন । কানুকে ফাঁসি দেওয়া হয় আর সিধুকে গুলি করে মেরে ফেলে ইংরেজ সিপাহিরা । তাদেরই স্মরনে প্রতিবছর পালিত হয় হুল দিবস।
তাই আজ বীরভূম জেলা পুলিশের উদ্যোগে এবং বীরভূম জেলা আদিবাসী গাঁওতা ও মহম্মদবাজার থানার ব্যবস্থাপনায় আদিবাসী অধ্যুষিত দেওয়ানগঞ্জ গ্রামে হুল দিবস পালন করা হয়। এই উপলক্ষে এদিন অদিবাসী মহিলারা অদিবাসী নৃত্য প্রদর্শন করেন। পাশাপাশি এদিন মহম্মদবাজার থানা ও আদিবাসী গাঁওতার মধ্যে একটা প্রীতি ফুটবল খেলার আয়োজন করা হয়। এই খেলায় অংশ নেন মহম্মদবাজার থানার পক্ষ থেকে ভারপ্রাপ্ত আধিকারিক সেখ মহম্মদ আলী ও আদিবাসীদের পক্ষ থেকে অদিবাসী গাঁওতার জেলা সম্পাদক রবীন সরেন সহ অন্যান্য অদিবাসীরা। তাছাড়াও মহিলাদের নিয়েও একটি ফুটবল খেলার আয়োজন করা হয়। এদিন উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার নগেন্দ্রনাথ ত্রিপাঠী, অতিরিক্ত পুলিশ সুপার দীপক সরকার, ডিএসপি (ডিএণ্ডটি) অয়ন সাধু, সিউড়ি সদর সার্কেল ইন্সপেক্টর চন্দ্রশেখর দাস সহ অন্যান্য পুলিশ কর্মী ও আদিবাসী সম্প্রদায়ের মানুষজন। অন্যদিকে আদিবাসী গাঁওতার জেলা সম্পাদক রবীন সরেন জানান, “আজ হুল দিবস উপলক্ষে মহম্মদবাজার থানার সাথে আদিবাসী গাঁওতার মধ্যে একটা বন্ধুত্বপূর্ণ ফুটবল খেলার আয়োজন করা হয়েছিল। অনেকদিন পর খেলার ময়দানে নেমে খুব ভালো লাগল।”
এদিন জেলা পুলিশ সুপার নগেন্দ্রনাথ ত্রিপাঠী এই উদ্যোগকে সাধুবাদ জনিয়েছেন।