প্রদীপ কুমার সাঁতরা : দক্ষিণ আফ্রিকার মাটিতে টেস্ট সিরিজ হারের পর ওয়ানডে সিরিজেও হারলো ‘মেন ইন ব্লু’। বিরাট এর কাছ থেকে ওয়ানডে ক্রিকেটের অধিনায়কত্ব কেড়ে নেওয়ার পর এটাই ছিল ভারতের প্রথম ওয়ানডে সিরিজ। আর সেই সিরিজে কার্যত একতরফা জয় ছিনিয়ে নিলো দক্ষিণ আফ্রিকা। সিরিজের প্রথম দুটি ম্যাচেই জয় পেয়ে সিরিজ পকেটে পুরলো বাভূমা বাহিনী। তিন ম্যাচের সিরিজে দক্ষিণ আফ্রিকা ২-০ তে এগিয়ে সিরিজ জিতে নিলো। এই সিরিজের প্রথম ম্যাচ হয় গত বুধবার। সেই ম্যাচে দক্ষিণ আফ্রিকা ৩১ রানে ভারতকে হারায়।
শুক্রবার সিরিজের দ্বিতীয় ম্যাচে পার্ল – এ ভারত মাঠে নামে প্রোটিয়াদের বিরুদ্ধে। সিরিজে টিকে থাকার জন্য ভারতকে অবশ্যই এই ম্যাচটিকে জিততে হতো। কিন্তু এই ম্যাচেও পরাজয়ের মুখ দেখলো লোকেশ রাহুল এর ভারত।
ভারত টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয়। ক্যাপ্টেন লোকেশ রাহুল আর শিখর ধাওয়ান মিলে শুরুতেই ওপেনিং পার্টনারশিপ হিসেবে ৬৩ রান সংগ্রহ করে। শিখর ধাওয়ান এই ম্যাচে ২৯ রান করে আউট হয়ে যায়। এর ঠিক পরের ওভারেই বিরাট কোহলী ০ রানে আউট হয়ে ড্রেসিং রুমে ফেরেন। এরপর ব্যাট করতে আসেন ঋষভ পন্থ। লোকেশ আর ঋষভ মিলে ভারতের ইনিংস এগিয়ে নিয়ে যান। এই দুই ব্যাটসম্যান তৃতীয় উইকেটের জন্য ১১৫ রানের একটি পার্টনারশিপ গড়ে তোলেন। কে এল রাহুল ৫৫ রানের ইনিংস খেলেন। ঋষভ পন্থ, ৭১ বলে ১০ টি চার ও ২ টি ছয়ের সাহায্যে ৮৫ রানের একটি ইনিংস খেলেন। ভেঙ্কটেশ আইয়ার ২২ রান, শার্দুল ঠাকুরের অপরাজিত ৪০ রান ও রবীচন্দ্রন অশ্বিন এর অপরাজিত ২৫ রান করে। ভারত ৫০ ওভারে ৬ উইকেটের বিনিময়ে ২৮৭ রান করে। দক্ষিণ আফ্রিকার তাবরেজ সামসি ২ টি উইকেট নেয়। মাগালা, মার্করাম, মহারাজ ও লুকওয় প্রত্যেকে ১ টি করে উইকেট নেয়।
জবাবে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকা শুরুটা ভালোই করে। ওপেনার মালান ও ডি-কক মিলে প্রথম উইকেটের পার্টনারশিপ হিসেবে ১৩২ রান করেন। ডি-কক ৬৬ বলে ৭৮ রানের একটি ইনিংস খেলে আউট হন। এরপর ক্যাপ্টেন টেম্বা বাভূমা ক্রিজে আসেন। মালান ও বাভূমা মিলে দ্বিতীয় উইকেটের জন্য ৮০ রানের একটি পার্টনারশিপ গড়ে তোলেন। এই ইনিংসে মালান ৯১ রান করেন আউট হন। তিনি তার শতরান হাতছাড়া করেছেন এই ইনিংসে। বাভূমা ৩৫ রান করে ঠিক তার পরের ওভারেই আউট হন। এরপর এইডেন মার্করাম ও প্রথম ম্যাচের নায়ক রাশি ভ্যান ডার দুসেন মিলে দক্ষিণ আফ্রিকার জয় সুনিশ্চিত করেন। দক্ষিণ আফ্রিকা ১১ বল বাকি থাকতেই জয়ের জন্য প্রয়োজনীয় ২৮৮ রান তুলে নেয় আর সেই সঙ্গে এই ম্যাচটিকে ৭ উইকেটে জিতে নেয়। একই সঙ্গে তারা সিরিজে ২-০ তে এগিয়ে সিরিজও জিতে নেয়। এই ম্যাচে ভারতীয় বোলাররা একদমই প্রতিরোধ গড়ে তুলতে পারেনি। প্রোটিয়া ব্যাটসম্যানরা অনায়াসেই তাদের খেলেছে। বড়ো রান তাড়া করে জিততে কোনো অসুবিধেই হয়নি দক্ষিণ আফ্রিকার। দুর্দান্ত ব্যাটিং এর জন্য ম্যাচের সেরা নির্বাচিত হয়েছেন কুইন্টন ডি কক।