অভিজিৎ ব্যানার্জী,হাওড়া: লকডাউনের সময় থেকেই হাওড়া শিবপুর পি এম বস্তির মানুষের জন্য কম পয়সায় শ্রমজীবী ক্যান্টিন চালাচ্ছেন প্রখ্যাত নাট্য পরিচালক জয়রাজ ভট্টাচার্য বহু মানুষ।
আর সেই মানুষ গুলিই দিল্লিতে অবস্থানরত কৃষকদের পাশে দাঁড়িয়েছেন। আন্দোলন কে সংহতি জানিয়ে কৃষক সভার সাধারণ সম্পাদক হান্নান মোল্লার হাতে এক লক্ষ টাকা তুলে দিয়ে এসেছেন।
এবার চলেছেন দিল্লি অভিমুখে কৃষক আন্দোলনে যোগ দিতে। সোমবার শিবপুর হইতে পদযাত্রা দিল্লির উদ্যেশে রওনা দেয়ার পথে সিপিএম বালি বেলুড় এরিয়া কমিটির পক্ষ থেকে সকল পদযাত্রী দের বেলুরবাজার মোরে সংবর্ধনা দেওয়া হয়।
পাশাপাশি কৃষকদের পাশে থাকার বার্তা দিয়ে সকল পদযাত্রীদের অভিবাদন জানান বহু পথচলিত সাধারণ মানুষও।