নেদাবহড়া গ্রামে খাবারের সন্ধানে বাড়ি- স্কুলের দরজা ভাঙলো দলছুট হাতি
নিজস্ব সংবাদদাতা, ঝাড়গ্রাম :- শনিবার ভোররাতে খাওয়ারের সন্ধানে দুটি বাড়ি ও আইসিডিএস স্কুলের দরজা ভাঙলো দলছুট হাতি । রাতের অন্ধকারে হাতি ঢুকে পড়ায় আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয় গ্রামে। শালবনির জঙ্গল থেকে একটি দলছুট হাতি রাত্রি প্রায় এগারোটা নাগাদ নেদাবহড়া গ্রামে খাওয়ারের খোঁজে ঢুকে পড়ে।
জানা গিয়েছে, কালিপদ মাহাত, চিত্তরঞ্জন মাহাতর বাড়ি ও এলাকার আইসিডিএস স্কুলের দরজা ভেঙে খাবারের খোঁজ চালায় হাতিটি । গ্রামের কিছুক্ষণ থাকার পর গ্রাম সংলগ্ন কাজুবাগান হয়ে মধুপুরের জঙ্গেল চলে যায় হাতিটি । স্থানীয় এক গ্রামবাসী জানান, এদিন আইসিডিএস স্কুল সহ গ্রামের মোট চারটি দরজা ভেঙে ফেলে হাতিটি । কোথাও কিছু না পেয়ে কিছুক্ষণ পরে জঙ্গলে ফিরে যায় । বিষয়টি বনদপ্তর কে জানানো হয়েছে ।