ওয়েব ডেস্ক: ব্যাংক থেকে টাকা হাতিয়ে নিতে করোনাভাইরাসের ভ্যাকসিন রেজিষ্ট্রেশনের নামকেই ব্যাবহার করছে হ্যাকাররা ৷ তারা করোনাভাইরাসের ভ্যাকসিন রেজিস্ট্রেশনের নাম করে ব্যাংকের ওটিপি হাতিয়ে নিয়ে বদলে দিচ্ছে পাসওয়ার্ড ৷ তারপর সেই একাউন্টে ঢুকে টাকা সেন্ড করছে নিজের একাউন্টে ৷ এ বিষয়ে বাংলাদেশে সম্প্রতি একটি পোষ্ট ভাইরাল হয়েছে ৷
ভাইরাল হওয়া সেই পোষ্টে একজন ব্যাক্তি লিখেছেন, “গতকাল প্রায় দুপুর সাড়ে বারোটা নাগাদ অচেনা নম্বর থেকে ফোন এলো। ফোন তুলতেই একটি আপু জানালো- খুব দুঃখিত ভাইয়া, আমি অনলাইনে ভ্যাকসিনের রেজিস্ট্রেশন করছিলাম, ভুলকরে আমার মোবাইল নাম্বারটার জায়গায় আপনার নাম্বারটা দেওয়া হয়ে গেছে। কারণ, আপনার আর আমার মোবাইল নাম্বারটায় অনেক মিল আছে। তাই ভুল করে ফেলেছি। একটু পরেই আপনার মোবাইলে একটা ওটিপি আসবে, প্লিজ ওটা মেসেজ বা রিং করে দেবেন? নতুন করে রেজিস্ট্রেশন করতে গেলে আবার ২৪ ঘন্টা অপেক্ষা করতে হবে”।
ঠিক তার পরেই ওই ব্যাক্তির মোবাইলে একটা ওটিপি এলো। সাথে সাথে অন্য আরেকটা নাম্বার থেকে নারী কন্ঠের ফোন- “ভাইয়া ওটিপি টা এসেছে, প্লিজ আমাকে জানান”৷
এরপর তিনি একটু বুদ্ধি খাটিয়ে ওই ব্যাক্তি প্রায় একই নাম্বার থেকে মহিলাকে ফোন করতে বলেন ৷
কিন্তু সেই নারী জানায় যে, “তার ফোনে একদম ব্যালেন্স নেই, তাই এই নাম্বার থেকে কল করেছেন”।
এর খানিক বাদে ওই ব্যাক্তির মোবাইলে ব্যাংকের পাসওয়ার্ড পরিবরেতন সম্পর্কিত একটি মেসেজ চলে আসে ৷ তাতে লেখা ছিল “আপনি কি আপনার নেট ব্যাংকিং এর পাসওয়ার্ড চেন্জ এর জন্য রিকোয়েস্ট করেছেন? তাহলে পাঠানো ওটিপি টা ব্যাবহার করুন, রিকোয়েস্ট না করে থাকলে নিচে দেওয়া লিংকে ক্লিক করুন”।
কিন্তু ততক্ষনে যে নম্বর থেকে ওই ব্যাক্তিকে কল করা হয়েছিলো সেটি বন্ধ করে দিয়েছে ৷ পরে তিনি ব্যাংক জালিয়াতির প্রচেষ্টাকারীদের বিষয়ে অভিযোগ সংশ্লিষ্ট ব্যাংকে জানিয়ে দেন ।
তার দাবী একটি প্রতারক চক্র এইভাবে মোবাইল নম্বরের ওটিপি পাঠিয়ে লুফে নিতে পারে আপনার ব্যাংকে রাখা টাকা ৷