অভিজিৎ ব্যানার্জী, হাওড়া: আবারও ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো হাওড়া শহরে৷ সূত্রের খবর এদিন সন্ধ্যায় হাওড়ার ঘুসুরির মালিপাঁচঘরা থানা এলাকার মাধববাবু লেন সংলগ্ন এলাকার এক ঝুপড়িতে বিধ্বংসী আগুন লাগে।
তবে কীভাবে সেই আগুন লাগে তা এখনও স্পষ্ট ভাবে জানা যায়নি। এদিকে আগুনের লেলিহান শিখা ছড়িয়েছে আশে পাশের বেশ কয়েকটি ঝুপড়িতেও। এদিকে আগুন লাগার সাথে সাথে এলাকার মানুষই হাত দেয় আগুন নেভানোর কাজে। যদিও পরে ঘটনাস্থলে দমকলের দুটি ইঞ্জিন এসেছে বলে জানা গেছে।