ডেস্ক রিপোর্ট : গত ১৫ জানুয়ারি সান দিয়েগোয় ভূমিষ্ঠ হয় বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাসের মেয়ের। সারোগেসির মাধ্যমে জন্ম হয়েছিল একরত্তির। সোশ্যাল মিডিয়ায় নিজেই সেই সুখবর দেন প্রিয়াঙ্কা। এবার প্রকাশ্যে এল প্রিয়াঙ্কা-নিকের সন্তানের নাম।
এই তারকা দম্পতি তাঁদের মেয়ের নাম রেখেছেন মালতি মেরি চোপড়া জোনাস। এমনটাই দাবি এক আন্তর্জাতিক সংবাদমাধ্যমের। নামের প্রথম শব্দ মালতি আসলে প্রিয়াঙ্কার মায়ের নামের একটি অংশ। বলিউড অভিনেত্রীর মায়ের নাম মধুমালতি।
সেই নাম থেকেই মালতি। মালতি একটি ফুলের নামও। খ্রিস্টধর্মের রীতি মেনে এরপর এসেছে মেরি। আর তারপরে রয়েছে শিশুকন্যাটির বাবা ও মায়ের নামের পদবি। তবে এখনও এই নাম নিয়ে প্রিয়াঙ্কা-নিকের তরফে কিছু জানানো হয়নি।