ডেস্ক রিপোর্ট : উত্তর দিনাজপুরের হেমতাবাদে পার্সেল খুলতেই ভয়াবহ বিস্ফোরণে অগ্নিদগ্ধ তিনজন। একজনের অবস্থা আশঙ্কাজনক। উত্তর দিনাজপুরের হেমতাবাদের ঘটনা। এক ওষুধ দোকানদারের হাতে একটি বাক্স তুলে দেন এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি।
এরপর বাক্স খুলতেই ঘটে বিস্ফোরণ। আহত অবস্থায় তিনজনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এই ঘটনার পিছনে কী কারণ, তা এখনও স্পষ্ট নয়। ঘটনার তদন্ত করছে পুলিশ। শুক্রবার ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুরের হেমতাবাদ থানা এলাকার বাহারাইলে।
আহতদের তিনজন রায়গঞ্জ মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়েছে। স্থানীয়রাই তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে তাঁরা সেই হাসপাতালেই চিকিৎসাধীন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার বিকেলে হেমতাবাদ থানার বাহারাইলে একটি ওষুধ দোকানের সামনে এসে দাঁড়ায় এক টোটো চালক। তিনি একটি দোকানের সামনে নামিয়ে দিয়ে চলে যান। পার্সেলে লেখা ছিল প্রাপকের নাম।
বাক্সটি আকারে বেশ বড়। বাক্সের প্রাপক হিসেবে ওই ওষুধের দোকানের মালিক বাবলু চৌধুরীর নাম লেখা ছিল। দেওয়া ছিল মোবাইল নম্বরও। সেই পার্সেল খুলতেই ভীষণ শব্দে কেঁপে ওঠে এলাকা।