ডেস্ক রিপোর্ট : বাঙালি শীতকাতুরে। অনেকেই একটু ঠাণ্ডা পড়লে আর পারদ নেমে গেলেই ঘরে ঢুকে লেপের তলায় লুকিয়ে পড়েন। এমনকি অনেকে আছেন দু’দুটো লেপ মুড়ি দিয়ে ঘুমোন যাতে ঠান্ডা না লাগে।
তবে ভারতীয় জওয়ানরা বরফের ঝড়ের মধ্যেও ভারত মাতার সেবায় দৃঢ়তার সঙ্গে দাঁড়িয়ে থাকে। আর এই নিয়ে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে; সেখানে ভারতীয় সেনাবাহিনীর একজন জওয়ানকে তুষার ঝড়ের মধ্যে দাঁড়িয়ে তাঁকে তাঁর দায়িত্ব পালন করতে দেখা গিয়েছে। বীর সৈনিকরা তাদের বীরত্ব দিয়ে সব সময় দেশের সম্মান উঁচু করেছেন।
সম্প্রতি ভাইরাল হওয়া এই ভিডিওতে একজন ভারতীয় জওয়ানকে খুব কঠিন পরিস্থিতিতে ভারত মাতাকে রক্ষা করতে দেখা যাচ্ছে। প্রতিরক্ষা মন্ত্রকের উধমপুর জনসংযোগ আধিকারিক তাঁর অফিসিয়াল হ্যান্ডেল থেকে ট্যুইটার হ্যান্ডেল ঠেলে ভিডিওটি ট্যুইট করেছেন। ভিডিওটি ট্যুইট করার সময় তিনি লিখেছেন, ‘আমরা আমাদের লক্ষ্যে সহজে পৌঁছাতে পারি না কিন্তু দৃঢ় ইচ্ছাশক্তি এবং ত্যাগের মাধ্যমে আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারি। সবার একটাই জীবন আছে কিন্তু দেশে পরাধীনতা এলে পাশে কে দাঁড়ায়?”