বাবলুপ্রামানিক, দক্ষিণ ২৪ পরগনা: দক্ষিণ ২৪পরগণা দৌড়দাহ দীননাথ স্মৃতি বিদ্যা মন্দিরে বার্ষিক অনুষ্ঠানে সঙ্গে স্বামী বিবেকানন্দের জন্ম জয়ন্তী উৎসব পালিত হল ।
প্রান্তিক অবহেলিত মানুষদের মধ্য কম্বল বিতরণ করেন ।ছোটো শিশুদের হাতে শিক্ষার সামগ্রিক প্রদান ও চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়।
গৌরদাহ দীননাথ স্মৃতি বিদ্যামন্দিরের কর্ণধর বিশিষ্ঠ সমাজ সেবী সুব্রত মন্ডল উদ্যোগে ।
উক্ত অনুষ্ঠানে উপস্থি ছিলেন অভিনেত্রী টাপুর টুপুর সিরিয়াল খ্যাত পায়েল (মাফিন চক্রবর্তী সমাজসেবী গৌরাঙ্গ সরদার ,দেবব্রত মন্ডল ছাড়াও বিশিষ্ট ব্যক্তিরা।
সুব্রত বাবু বলেন সারাদিনের কর্মসূচি মধ্যে হাসিখুশি ভাবে পালিত হবে।
১৫০জন দুস্থ মানুষের হাতে শীতবস্ত্র প্রদান ও ১৫০ জন স্কুলের ছাত্ৰ ছাত্রীদের শিক্ষা সামগ্রী প্রদান ও ২০০ জন বিনা মূল্যে চক্ষু পরীক্ষা।
সমস্ত কিছু অবদান আমার পিতা স্মৃতির উদ্দেশ্যে প্রতি বছর এই ভাবে মানুষের পাশে থাকতে পারি।
এই করোনার সময় অনুষ্ঠান ছোট করেছি।প্রতি বছর সারাদিন বিভিন্ন অনুষ্ঠান থাকে,এবছর কিছু করিনি।
কিছু মানুষকে কম্বল ও ছোটো বাচ্ছাদের খাতা বই পেনছিল দিয়েছি । সবাই ভালো থাকুক সুস্থ থাকুক।