দিব্যেন্দু গোস্বামী, সিউড়ি: রামপুরহাট মহকুমা প্রশাসনের উদ্যোগে রামপুরহাটের বিভিন্ন এলাকায় আদিবাসী মানুষের মধ্যে তপশীলি জাতি ও উপজাতি (বর্বর আচোরন প্রতিরোধ) আইনের ওপর সচেতনতামূলক প্রচার চালানো হচ্ছে ।
রামপুরহাট মহকুমার বড়পাহাড়ি, নিরিশা, ভালকাপাহাড়ি, কানাচি, দীঘলপাহাড়িসহ বিভিন্ন গ্রামে আলোচনা সভা, সচেতনতামূলক গানসহ বিভিন্ন ভাবে ভোরাই আদিবাসী সংগঠনের সদস্যরা প্রচার অভিযান চালায়। সংগঠনের সভাপতি পাতামনি মুরমু জানান মহকুমা প্রশাসনের নির্দেশে আমরা মুরারই-২ নং ব্লক, মৌরেশ্বর-১ নং ব্লক, রামপুরহাট-১ নং ব্লকের বিভিন্ন গ্রামে সচেতনতামূলক প্রচার চালাচ্ছি। আমাদের আদিবাসী সমাজের মানুষজনদের সচেতন করায় আমাদের মূল লক্ষ্য এছাড়াও গ্রামের বাচ্চাদের বিভিন্ন বিষয়ে উৎসাহিত করার জন্য তাদের হাতে স্কুলব্যাগ, পাঞ্চীশাড়িসহ বিভিন্ন পুরস্কার তুলে দেওয়া হয় ।