শান্তনু রায়, পঃ মেদিনীপুর: কাজের স্থায়ীকরণ, ভাতা চালু সহ একাধিক দাবিতে জেলাশাসকের নিকট ডেপুটেশন দিলো পশ্চিম মেদিনীপুর জেলার সমস্ত কোভিড volunteers ।
এদিন জেলার কেশিয়ারি ,দাঁতন , বেলদা , গরবেতা,আনন্দপুর, গোয়ালতোর, মেদিনীপুর সদর, ঘাটাল, চন্দ্রকোনা সহ বেশ কয়েকটি থানার সমস্ত কোভিড volunteers রা মেদিনীপুর কলেজ মাঠ থেকে DM অফিস পর্যন্ত একটি শান্তিপূর্ণ মিছিলে পা মেলায়।
পরে জেলাশাসকের নিকট একটি স্মারকলিপি প্রদান করা হয়। রাজ্য সরকারের ঘোষনা অনুযায়ী গত ২০২০ এপ্রিল মাস থেকে বিভিন্ন containment জোনে খাবার পৌঁছে দেওয়া সহ একাধিক করে আসছে । তারা রাজ্য সরকারের কাছে আবেদন করেন যাতে এই কাজ স্থায়ীকরণ করা হয় এবং তাদের যেনো পারিশ্রমিক দেওয়া হয় ৷