অমিত পাল, ঢাকা: ফের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে নিরঙ্কুশ বিজয় পেয়েছে তৃণমূল কংগ্রেস ৷ রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ গ্রহন করেছেন মমতা বন্দোপাধ্যায় ৷ তবে কোভিড পরিস্থিতির কারনে রাজভবনে অল্পসংখ্যাক অামন্ত্রিতদের নিয়ে এই অনুষ্ঠান করা হয় ৷ ভোটে তৃণমূল বিজয়ী হওয়ার পরপরই মমতা ব্যানার্জিকে অভিনন্দন জানিয়ে গত বুধবার (৫ মে) চিঠি পাঠিয়েছিলেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন৷ সেই চিঠির উত্তর দিয়ে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করলেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় ।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানাগিয়েছে, বৃহস্পতিবার পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় এর লেখা চিঠি হাতে পেয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ৷ সেই পত্রে পররাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন মমতা বন্দোপাধ্যায় ৷ তিনি লিখেছেন “বাংলাদেশ ও পশ্চিমবঙ্গ ভৌগোলিকভাবে বন্ধুত্ব, ভ্রাতৃত্ব, একই সংস্কৃতি এবং ঐতিহ্যের বন্ধনে আবদ্ধ। ভবিষ্যতে এ আবেগ ও অনুভূতির সম্পর্ক আরো জোরদার হবে।”
“পশ্চিমবঙ্গের জনগণ উন্নয়ন,শান্তি, ঐক্য ও সংহতি বজায় রাখা এবং শক্তিশালী করার পক্ষে রায় দিয়েছেন। পশ্চিমবঙ্গকে অন্য উচ্চতায় নিয়ে যেতে ‘আপনাদের শুভ কামনা এ যাত্রায় সহায়ক হবে।”
প্রসঙ্গত, গত রবিবারের (২ মে) পশ্চিমবঙ্গের নির্বাচনী ফলাফলে বিজেপিকে ধরাশায়ী করে মমতা বন্দোপাধ্যায় ফের পশ্চিমবঙ্গকে প্রমান করলেন নিজের ‘গড়’ হিসেবে ৷ একুশের ভোটে বিজেপিকে হারিয়ে হ্যাটট্রিক গড়েছে তৃণমূল ৷