শোভন রায় এসপ্লাস নিউজ,পুড়শুড়া:আরামবাগের পুড়শুড়ায় সিএএ সমর্থনে বিশাল মিছিল
করল বিজেপি । মিছিলে নেতৃত্ব দেন আরামবাগ সাংগঠনিক জেলা সভাপতি বিমান ঘোষ । আজকের মিছিলে স্বতঃস্ফূর্ত সাড়া যা নেতৃত্বদের মুখে হাসি ফুটিয়েছে । উল্লেখ্য লোকসভা ভোটে ২৭ হাজারেরও বেশি ভোটে এই কেন্দ্রে বিজেপি তৃণমূলের থেকে এগিয়ে আছে ।
মিছিলে পুড়শুড়া উত্তর ও পুড়শুড়া দক্ষিণ সব বুথ থেকেই মানুষজন স্বতস্ফূর্তভাবে বেরিয়েছে এমনটাই দাবি করেছেন বিজেপির সাংগঠনিক জেলা সভাপতি।উল্লেখ্য দিলীপ ঘোষের নিজের কেন্দ্র খড়্গপুরে উপ নির্বাচনে হেরে যাওয়ার পর থেকে পুড়শুড়ায় তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীরা পুরনো মাটি পুনরুদ্ধারের চেষ্টা করছিলো । এমতাবস্থায় CAA সমর্থনে বিজেপির অভিনন্দন যাত্রা আরামবাগে রাজনৈতিক মহলে এক নতুন মাত্রা যোগ করলো।